গলতে থাকা দিনের আলোয়
মন জাগানো মনের ভালোয়,
চাইনি তারে পাইনি যারে
মন ছুঁতে চায় আপনারে |
একটি পাতা ঝরে পড়ে
ঘূর্ণি বায়ে আমার দোরে,
আনমনে তায় কুড়িয়ে রাখি
করতলে তারেই দেখি |
সবুজ পাতার বুকের ভেতর
অগণিত শিরার খবর ,
বইয়ের ভাঁজে লুকিয়ে রাখি
সবুজ পাতার স্পর্শ মাখি |
জীর্ণ পাতা , বইয়ের ফাঁকে
অন্যদিনের পানে |
অন্যদিনের , অন্যমনের
অন্য সুরের টানে |