বাবার আবার জ্বর এসেছে
সাথে কাশি , ঘুষঘুষে জ্বরটা ভোগাচ্ছে বেশ
করোনা করুনা জানেনা
উজাড় হয়ে যাচ্ছে দেশ দেশান্তরের জনপদ
বাবা আর কাউকে খোঁজেননি
স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন কাউকেই ....
তাঁর ঘোলা চোখে একে একে মুছে যাচ্ছে স্বপ্ন
জীবনের , আশার, জাগতিক বাস্তবতার ...
বাস্তবতার সংজ্ঞা নিয়ে বিবাদ বাঁধে আমার নিজেরও
ইদানীং হতাশায় ছেয়ে থাকে আমার আকাশ
ঠিক যেন আর এক ছোঁয়াচে রোগ শেকড় ছড়াচ্ছে
বাবা বাঁচবেন তো ? প্রশ্নটা কারো কাছে করবার নেই
কখনো বলতে পারিনি অস্ফুটেও ,ভালোবাসার কথা, বলতে নেই যে !