অগুনতি মানুষের ভিড়ে
একদিন ঠিক চিনে নেবো তোমায় ,
সেদিন ভীষণ মেঘ গর্জনে
প্রকম্পিত হবে চতুর্দিক ,
তোমার ঝাপসা অবয়ব...
ক্ষয়ে যাওয়া চটি জুতো ,
সব ছাপিয়ে,
প্রবল বর্ষণে ভেসে যাবে
উঁচু উঁচু বৃক্ষরাজি |
খুব নান্দনিক এক ঐশ্বরিক
অশ্রুপাতের ক্ষণ শেষ হলে পর ,
ঝাপসা অবয়বটি স্পষ্ট হতে পারে
স্পষ্ট হতে পারে ,
ভীষণ ভাবে ছিঁড়ে যাওয়া
অপূর্ণ এক অধ্যায় |