রোদ্দুরেরও শেষে দেখি
বিজলি বাতির গল্প থাকে |
চুলোর রান্নার সুবাসে পর
ফুরানো কান্নার গল্প থাকে |
পড়ার টেবিল অবহেলে
জেমস ক্লিপেরও গল্প থাকে |
লাল,নীল আর সবুজ রঙা
বলপেনেরও গল্প থাকে |
তোমার ঘন কালো চুলে
তেলের সুবাস গল্প থাকে |
চুলের কাঁটা, চোখের কাজল
অন্য ভোরের গল্প থাকে |
খুব বিবর্ণ প্রহর কাটে ,
অষ্টপ্রহর গল্প বোনা
হারছি জেনেও জীবন শেখায়
বেঁচে থাকার কাঙালপনা ||