তোমরা সবাই চলেই যাও
কোলাহলে, ভীড়ে
আমি পড়ে থাকি , শেষে
অন্য পৃষ্ঠায় , ধীরে |
জননী আমার , তুচ্ছ তুমি
তবুও তুচ্ছ নও,
মাটির দেহ মাটিতে মেশে
একবার কথা কও!




2/1/2019