আনমনেতে গুনগুনিয়ে যে সুর ওঠে মনে,
নতুন দিনে, নতুন প্রাণে নতুন স্বপ্ন বুনে....
তারই সুরের উৎস ধারায় নতুন আশার বাস
কবিতা, তোমায় ভালোবাসি , আমার সর্বনাশ |
ভোরের আকাশ দেখার সময় নাই বা যদি থাকে
তবুও আশায় বুকটি বাঁধি, ভরি তবু চিত্ত অনুরাগে |
নতুন ফুলের বুকে অলি ছড়ায় নিত্য ভাষ.....
কবিতা, তোমায় ভালোবাসি , আমার সর্বনাশ |