ঘুমের মধ্যে তোমার আঙুলগুলি জড়িয়ে থাকে আমাকে ...
ঘুমন্ত মুখে আলো অন্ধকার খেলা করে , কোমল মুখটি ,
তোমার জেদী , বুনো মুখটি ঘুমোলে এতো অসহায় লাগে !
তোমার চুলে নাক ডুবিয়ে শ্বাস নেই, আশৈশব দুধের গন্ধ !
তুমিও কি একদিন সাবানের মোড়ক খুলে খুঁজবে ভালোবাসার নতুন সংজ্ঞা ?
ভুলে যাবে পুরোন ছেঁড়া তারে যে বাঁশির সুরটি বেজে যায়, বেজে যায় অবিরত ?
ভয় হয়, ভীষণ ভয় হয় অনতিক্রম্য কোনো এক দূরত্বের ভাবনায় ,
ঘুমের মধ্যে তোমার আঙুলগুলি জড়িয়ে থাকে আমাকে ...
মেয়ে আমার , এমনি করেই নাহয় বুকের মধ্যে থেকো অনন্তকাল !