চিনে রাখা হাতে গোনা মুহূর্ত গুলো পেরিয়ে গেলে একে একে ,
অবিন্যস্ত চুলের রাশিতে নরম আলো ঠিকরালে এক ফাঁকে ...
আমি তাকিয়ে থাকি তোমার চশমা খোলবার মুহূর্তটির জন্য ,
চোখের মাঝে যে অবয়বের নকশা, সেই নকশা পড়বার জন্য |
জরাগ্রস্থ সময়,সকল স্বপ্ন বিলীন হয়ে যাবার ঠিক পূর্বমুহুর্তটিতে
নক্ষত্র পতনের কোনো শব্দ কি পাও ? হদিস মেলে বিরুদ্ধ স্রোতে ?
হাতের তালুতে মেলে ধরা লাটিমের অবিরাম ঘূর্ণি , অনর্গল, অবিশ্রান্ত
অন্ধকারে জ্বলতে থাকা তোমার তসবীহ্গুলো যেন এক স্বর ভারাক্রান্ত |