আমি   হয়তো  জ্বরের ঘোরে ভুল বকছি  
নইলে এখনো কেন স্বপ্ন দেখি , বলতো ?
দেখি আমরা সকলে বেঁচে আছি, হাঁটছি ....
অধিকৃত গাজা ভূখণ্ডের মুক্তি কোনো গাঁজাখোরের স্বপ্ন নয় |
ময়লা টাকার নোট টি বাড়িয়ে দিয়ে কোনো অচেনা রিকশাওয়ালাও ঘাম মুছছেন |
একটা শিশু বড় হচ্ছে আনন্দে, ভালোবাসায়
সূর্যালোকের পর্যাপ্ত ভিটামিন ডি তার শরীরে |


আমি  হয়তো জ্বরের ঘোরে ভুল বকছি
নাহলে এতো বিষাদেও কেন  অমিত প্রত্যাশা জাগে ?
হয়তো  মেঘ  সরে  যাবে , সূর্যালোকে  আলোকিত হবে চতুর্দিক !
একটা মুহূর্ত অক্ষয়, অবিনশ্বর হয়ে বাঁচিয়ে রাখবে হৃদয় !
ভুল সত্য,  তবু  তার চেয়ে বড় কোনো সত্য নেই  যে আর !
ভুল সত্য জগতের , জগতেরই নিত্য সে কারবার |
এরচেয়ে  বেশি  আর কিছু নেই আমার বা তোমার |