আমার একটা নীরব দুপুর আছে
মৌন ভাষার ছায়া পড়ে, চুপচাপ |
আমার একটা শান্ত বিকেল আছে
দুঃখ শাড়ীর একলা জলে টুপটাপ |
ছাদের তারে চাদর দোলে , ধবধবে
যায়নি বাঁধা , পথের ধাঁধার খোঁজ
মৌন হয়ে দুঃখ দোলে একসাথে
অমিত কুশল , দুঃখ পাখির ভোজ ||