ধাবমান জীবনের ধী শক্তিতে
ভরপুর ক্ষীপ্র গতির মানুষ
কুহেলিকা নিসর্গ ঘেরা
পাহাড়চূড়ায় দন্ডায়মান অজেয় মানুষ ,

তোমাকে দেখি অবাক বিস্ময়ে ,
সহস্র বিস্ময়ের চাইতে বিস্ময়কর সৌন্দর্যে
সহস্র মৃত্যুর বিষাদকে ছাড়িয়ে গিয়ে
হাজার জীবনে বেঁচে ওঠো তুমি অপার সম্ভাবনায় ||