সন্ধ্যের মুখে জ্বর টা বেশ জাঁকিয়ে বসে |
কেন যেন কিছুতেই অসুখটা পিছু ছাড়ছে না !
লাল , নীল ঔষধের বড়ি গুলি তাকিয়ে থাকে
সরাসরি আমার দৃষ্টির ভেতরে অথবা দৃষ্টি শূন্যতার ভেতরে |
আর আমি চেয়ে দেখি ....
কেমন করে বিষ মেশে সাধন জলে ,
এই শরীর গুঁড়িয়ে যায় শরীরেরই যতন ছলে |
একটা বক্সের ভেতরে সব গুছিয়ে রেখেছে বৌমা |
শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার , বুধবার,
বৃহস্পতিবার , শুক্রবার .....
দিনান্তের নিকষ অন্ধকার জমে ওই রং বেরঙের ঔষধের গায়ে
জমে আদিম তম তৃষ্ণা নিয়ে বেঁচে থাকবার ব্যর্থ কৌশলের গল্প |
একটা ব্যর্থ জীবনের গল্প
বিধাতার, হতাশার অথবা নশ্বরতার গল্প |