সূত্রপাত:
আমার একটা পত্রবন্ধু ছিল,বেশ ক্ষ্যাপাটে
আমাকে বলছে, রাজী থাকলে ধর্ম পাল্টাতে পারি
খুব সহজ কথা নয়, ধর্ম পাল্টানোর আমি কে? আল্লাহ মালুম !

হাস্যরস :
খুব হাসছি, শুনছো?
হ্যাঁ, একেবারে আওয়াজ পেলাম তো !
বলছে কি শোনো? উচ্চারণ বিভ্রাটের গল্প ....
বাঙালী বাবুকে বলতে হবে দু'আ তে
"না গীলা কারতে হ্যায়, না শিকায়াত কারতে হ্যায়
তুম সালামত রাহো, দিলসে দু'আ মাঙতে হ্যায়।"
বাকিটা বোধহয় জানি।
- তুম শালা মাৎ  রাহো, এই তো?
কি করে জানলে?
দু'আর বরকত ওখানেই, না পেলে জানবে
তোমার ভাগ্যে ওটা কখনোই ছিলোনা !

ওটা অনন্ত কালের জন্য একটা লাউয়ের আখ্যান
নানা নানীর, দাদা দাদীর , বাবা মায়ের
ঘর ঘর কি কাহানী , অনেকটা তাই বলতে পারো।

শিক্ষা :
কখনো আশা করোনা কোথাও।
যে হাত তোমায় একটা সিকি দিলো
সে যে তোমায় সর্বস্ব নিংড়ে দেয়নি, ঠিক জানো ?