জগতের দিনপঞ্জি থেকে খসে পড়ে একটা একটা দিন
তুমি চিৎকার করে তোমার ঘৃণা জানাও , যন্ত্রনা সুকঠিন |
তুমি চোয়াল শক্ত করে রাখো , রাখো বন্ধ করে মুঠিবদ্ধ হাত
চলে যায় সবাই , শেষে পড়ে থাকে আমার অন্তহীন নির্ঘুম রাত |
আমি মারা যেতে পারি , প্রতিদিন আমি মারা যাই তোমার গন্ধবাসে
শ্বাসরোধ করে রাখে তোমার্ তীব্র চোখা উক্তি , নিজভূমে পরবাসে |
তুমি যাবার আগে অন্যমনে আমাকে জড়িয়ে ধরো , হয়তো কেবল অভ্যাসে
আর আমি ? প্রানপনে মৃত্যু রোধ করি , তোমার সুগন্ধি চুলে বাঁচবার শ্বাসে |
ভোররাতে স্বপ্ন দেখি , তুমি হাসছিলে , আর বলছিলে ,'অনেক হলো তো ? সারাং হে ও !
মানে কি বলতো ? হা হা হা ! তুমি জানোনা কিছুই ! আমি তোমাকে ভালোবাসি ! শুনছো? '