যা স্পষ্ট ভাবে জানা যায়না কখনো ,
সেইখানেতেই তোমার আমার বাস |
বোঝার অতীত, জানার অতীত ,
দেখার অতীত
তবু অনিঃশেষ অদ্ভুত এক অমোঘ সম্ভাবনাময়
আশ্চর্য কণ্ঠস্বর তার এক,
মাঝে মাঝে মনে পড়ে
একদম অকারণেই
ফুরিয়ে যাওয়া জীবনের পাতায়
নিঃশেষিত কবিতার খাতায় |