অতিক্রান্ত পাহাড়ের মধ্যবর্তী সমতলে বিচ্ছিন্ন একজন মানুষ
গোত্রহীন, দলছুট
গুজব ওঠে হায়েনারা আসছে , ধেয়ে আসছে উন্মত্ত স্রোতের প্রায়
তবে মূল সত্য
অতিক্রান্ত পাহাড়ের মধ্যবর্তী সমতলে বিচ্ছিন্ন একজন মানুষ
যে নিরপেক্ষ, নির্ভয় |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.