মা যে বলেন শান্ত স্বরে,
'আলো এবার নিবিয়ে দেরে |'
'মোমের বাতি পুড়ুক না মা ,
কি হবে আর, খোয়াব নামা !'
শান্ত বচন ,শান্ত ভাষা
নিরবধি মাতৃভাষা |
শুক্র , শনি তোমায় পেলো !
এবার নাহয় আমায় ভোল !
Tamanna Ferdous
2/6/2019
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.