আমার কার্ডবোর্ডের বাক্সটা ফুরিয়ে গেছে বলে মনে হয়
শূন্য কথার ঝুলি , নিঃস্ব সময়ের কাছে তবু বাঁচবার দায় |
বর্তমানের জোর ভাবনার নিরালম্ব কোনো এক আপোষে
শিল্পিত ভান্ডার ,কথার ভাঁড়ার ফুরিয়ে গেলো বোধহয় শেষে
হয়তো আলু, হয়তো পটল ,হতেও পারে কুমড়ো কিংবা বোধহয় বেগুনে
পাত্র বচন ,পাত্রী কথন , আদ্যোপান্ত সকল কথাই সমাপ্ত হয় যে আগুনে |
আলতো আঁচে , জীবন বাঁচে , ভাপের দমে সেদ্ধ ভাতের লোকমায়
কথা ফুরোয়, জীবন জুড়োয় , আপ্যায়নের বিনে সুতোয় গ্রন্থিদায় |