আমি অপেক্ষা করছি তোমার জন্য
তোমার একটা ধানী রঙের শাড়ী
পড়ে আসবার কথা
তোমার জন্য আমার হাতে
গুচ্ছ গুচ্ছ ফুল, অপেক্ষমান
আমি জানি তুমি আশ্চর্য হবে ,
বলবে, "আশ্চর্য সুন্দর তো ফুলগুলো !"
আমি জানি হাসলে তোমাকে এখনো
অদ্ভুত সুন্দর লাগে, ফুলের মতোই সুন্দর।
আমি অপেক্ষা করছি, তোমার জন্য
তোমার নীরবতাকে ভাঙবো বলে
এই স্বপ্নদৃশ্যটির অবতারণা।
তোমার জন্য সত্যকে আজ
কবিতার খাতার কল্পদৃশ্য মনে হতে থাকে
দিনান্তের আলোকে ফজরের সফেদ আলোয়
সাজাবার মতো বিভ্রম হতে থাকে আর মনে হতে থাকে,
স্বপ্নদৃশ্যের ফাঁকেও একটা কড়া নাড়বার শব্দ হতে থাকে,
বাস্তবে ও বিভ্রমে।