জলরঙে আঁকা কোনো এক দৃশ্যপটে
প্রকৃতি খেলা করে |
চোখে দেখা, চোখে মাখা আলো এক
গোধূলি বেলার তীরে |
ফিরে আসা ফিরে দেখা আবার নতুন করে
হেঁটে চলা মেঠোপথে নতুন দিনের ভোরে |
ভাবতে গিয়ে হোঁচট খেলে তবু সত্যি থাকে
শাশ্বত যে সত্য হাঁটে সে রূপকথারই বাঁকে |