নীরস কথন, অলস সময়,
চলতে থাকে...বলতে থাকে...
সেখানটাতে ঘটে যাওয়া ঘটনা থাকে,
রটনারই কলঙ্ক থাকে, আরও থাকে
প্রয়োজনে বাঁচতে থাকা
সময়ের এক অসম্ভবের দোটানায়
ঘটতে থাকে সর্বনাশের খেরোখাতায়
আক্ষেপেরই অঘোষিত সেই অসম্ভবের বিবরণ
বাধাগ্রস্থ প্রগতি, আপাতসুখের সদ্গতি
প্রহরীপথে ঘটতে থাকে সূক্ষ্ম কোনো আয়োজন
তবু এর মধ্যেও প্রেম থাকে , কবিতা থাকে,
আরও থাকে কোমলমতি সে মায়ের মুখ
নাক্ষত্রিক এক ঘোরের মাঝেও জীবন থাকে,
থাকে সেথায় আগামীদিনের কর্ম প্রচেষ্টার যজ্ঞসূখ ||