প্রতিবিম্ব , প্রতিচ্ছবি পাশ কাটালে
ছবি আরেক স্পষ্ট হয় যে নিজের কাছে ,ধীরে
ছাপিয়ে সকল আলংকারিক, আগ্রাসী
কথার নাটাই , জুড়তে মূল্য কথায় গাঁথা হীরে |
কথার মাঝে চুপটি করে ডুবে যে মন
সেই কথারই আলতো আঁচের, ঢিমে তালের ওমে ,
পালিয়ে বাঁচা সহজতর, জীবন ভর
ডুবসাঁতারের দূরপাল্লার নিখাদ প্রয়াস, দীর্ঘক্ষণের দমে |
শামুক ঝিনুক কুড়ান তীরে, ধীরে ধীরে
কথার আভায় কথা ফোটে , বর্ণবহুল খেলার অবশেষ ,
গল্প-দাদুর কাঁথায় মোড়া গল্প মোর ,আলোকময়
চক্ষু জুড়ায়,বক্ষ ভরায় ,কল্পনারই উঠোন ভরা প্রথম দেশ |