সে অনেকদিন আগেকার কথা , অনেক অনেক দিন আগের
পুরনো লেখার ছেঁড়া পাতার টুকরো গুলোর সাথে যার অবস্থান |
তাকে হঠাৎ খুঁজে পেতে দেখে চমকে উঠি আনমনে
তার মুখে বন্ধুর মুখ খুঁজি, ভাইয়ের, অথবা বাবার
কিছু মেলেনা কখনো , শুধু কষ্ট টা বাড়তে থাকে ...
ছেঁড়া টুকরো গুলোরও কোনো কোনো কথা থাকে হয়তো
অথবা নীরবতা টাই হয়তো মুখ্য সে সকল প্রাসঙ্গিকতায় |