অন্ধকারের মৌন ভাষা অবিরত কথা বলে চলে
বলে, অন্ধকারেও সৌন্দর্য থাকে , ভাষা নিরবধি
"কেন হাসতে ভুলে যাচ্ছি, ধীরে ধীরে?," তুমি প্রশ্ন করো
"ক্লান্ত থাকো যে !
সারাদিন জীবনের ব্যস্ততা জাপটে ধরে থাকে ,
অহরহ, প্রতিনিয়ত এই প্রশ্নটাই করে যাচ্ছি নিজেকে বার বার |
তোমাকে ঠিক বোঝাতে পারছিনা , বোঝানোর কোনো উপায়ও নেই |"
কাঁদতে থাকা মানুষগুলোর জন্য,
যারা ছিন্নমূল, ভাসমান মানুষের সর্বস্ব কাড়ে
তারা কোন শিক্ষার বড়াই করে?
তারা তো নিজেরাও ভাসমান, সবচাইতে নিঃস্ব , কপর্দকহীন
কি শেখাবে সেই শুন্যতার ভেতর জীবন আমায়?
কিছু হারাবার নেই, দেবার ও নেই আর, তাই নয় কি?
তোমার ছবিটা মুছতে হবে, বহুদিনের অনাদরের ধুলো সরিয়ে ,
ওখানটাতে আমার সর্বস্ব হারাবার যন্ত্রনা
আর সেই যন্ত্রণার মাঝার তারার আলো ঠিকরে পড়ে এখনো,
তোমার চেনা মুখের ঝাপসা ছায়ার ভেতর |