খুব...খুব ভোরবেলার একটা গল্প আছে আমার কাছে
বাক্সে রাখা ফড়িঙের মতন আমার হৃদপিন্ডে গেঁথে আছে,
হৃদযন্ত্র দুর্বলতায় ভুগছে বড়োই...না,না আবেগের কারণে নয় তো !
ওটা ভুগছে স্বাস্থ্যগত কারণে প্রায়শই , বয়সও তো কম হয়নি কিছু!
থেমে যাবার আগে কলকব্জাগুলোর অনেক অভিযোগ থাকে, অনিবার্য |
খুব...খুব ভোরবেলার একটা গল্প আছে আমার কাছে
তোমার বা আমার জীবন শুরু হবার আরো অনেক আগের সময়ে
মেঘেরা যখন ইচ্ছের সাথে পাল্লা দিতো সময়ের ঘুড়ি উড়িয়ে দিয়ে
শোক , জরা, দুঃখ, ব্যথা, কিছু সহজে স্পর্শ করতে পারতো না
গাছের ঘন ডালের উপরে দুই পা ছড়িয়ে দিয়ে তোমার হাসিমাখা মুখ ...
জীবন ফুরিয়ে গেছে সেই বহুকাল আগে জীবন শুরুর অব্যবহিত আগে |
হৃদয়, দিবাবসানের পূর্বাভাসে তোমার মুখ কেন জাগে তেজী, বুনো ঘোড়ার জেদে ?
ফের তার অধিকার, হৃদয়ের কারবার, অন্ধ জীবনের অশ্রুতে মাখামাখি কোন তাগিদে ?