যুদ্ধ দামামা বিশ্ব জুড়ে
ক্ষত বিক্ষত পৃথিবী পুড়ে
অশান্তি বাড়ে, বাড়ে দাবানল
বাড় কদম , সামনে চল |
শিশু, নারী ,বুড়ো ,যুবকদল
কাফেলা চল , এগিয়ে চল ,
সদল বলে আগুয়ান হলে
হটে যাবে মিছে সব কোঁদল |
শান্তি তো নাই শান্তিনগরে
ঢাকা ঢাকা নাই তিক্ত-প্রহরে ,
বনানী তে শুধু কানাকানি চলে
গেছে বুঝি তারও, অবস্থা বেহালে |
শুধু বলে যাই শেষের প্রহরে
আহার বিহার ধ্যান দরবারে ,
শোকর গোজার থাকো আল্লাহে
ভুলনা কখনো জাগতিক মোহে |
জগত সংসারে নিত্য যে বোঝা
সহজ নয় তা সহে সহে খোঁজা ,
মনের আপন সহজিয়া সুরে
লোকজ প্রাণের সঙ্গীত নূরে |