দূর সে গাঁয়ে , সাঁঝের মায়ায় , পটেতে আঁকা ছবি
জল টলটল , শান্ত পুকুর , সেই জলেতে দীঘল রবি |
তোদের বাড়ী বসতে বুবু , এ মন চায় যে মনের টান
পুতুল খেলায় , মোদের মেলায় , আকুল করা প্রাণ |
পুতুল বিয়ের জোর কলরব , চড়ুইভাতির শোর
দলের মাঝে সবচেয়ে' বুবু, তোর কণ্ঠের জোর |
ছিঁড়লে শাড়ী, পুতুল গড়ায়, মাঝ মাঠের ই চোট
কাঁদলি বুবু চোখের জলে , এক কাণ্ড যে প্রকট !
কবে যে তুই বড় হলি, আর বাজলো কবে সানাই ভোর
অশ্রুকে আজ মুছতে দেখি , ছোট্ট বৌ সে পুতুল তোর !
অনেক দিনের মনের জমি , আজ বেচতে না মন চায়
তাই মনের এ ঘর লেপছি বুবু, নাই ওর ফিরে আয় |