আলো অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা তোমার অবয়ব
কি বলবো আজ? যে জীবন বিগত , তাদের প্রসঙ্গ থাক আজ তবে
এসো , ছায়ার মতো আলো অন্ধকারে আমরা বাঁচবার কথা বলি
প্রচন্ড বাঁচতে ইচ্ছে করে এখনো, কেন বলতে পারো ?
শিশুর হাসি শুনতে ইচ্ছে করে,
ভোকাট্টা ঘুড়ি গাছের আগায় লটকে থাকতে দেখে এখনো বাঁচতে ইচ্ছে করে !
অন্ধকারে দাঁড়িয়ে থাকা তোমার আনমনা ছায়া দেখে
এখনো মিছিমিছি বলতে ইচ্ছে করে, " সময় এখনো ফুরিয়ে যায়নি তো !"