অগোছালো আর বর্জ্যনীয়
এর মাঝামাঝি কিছু পরিপূরক শব্দ বলুন
এক কথায় প্রকাশ হলেও চলবে

রং তুলি !
বিজিগীষা !
বি জাতীয় সংগীত !
কবুতর তবু তোর !
কিউসেক হারকিউলিস !

শেষেরটা কোথা হতে ?

কাঠা প্রতি নকশী কাঁথার মাঠে!
হেক্টর শায়িত !
আগা মেম নন !

আর ?

ওই আর কি!

শিক্ষককে সম্মান করো !

পতাকায় উড্ডীন হলে ভাবে !
আর বোনাফাইড হলে হালকার ওপরে ঝাপসা !

টাইটানিক হয়ে পঞ্চ !
না মথুরা হয়ে , এই সবই !

সব দেখে পাঁজী বলছে,

একটিতে অকশন !
আর একটিতে ফোর ক্লোসার !

পার্সেপশন বলে কথা

বাড়ী কার ?

মে জো বাহা’ই দ্যান !

পাশে তো আর জায়গা নেই
তাই ওপরে বাড়ছে !

লাভ নেই! সব শোনা কথা !

শুনে শুনেই মুহাদ্দেস !

কে কবে আর উম্মী না এনে কুরআন  পাবে বলো!