অন্য সব কিছুর চাইতে ভোরবেলার আকাশ সবচাইতে সুন্দর। টুকরো মেঘের ফাঁকে সোনালী আলোর আভা গলে পড়ে, উন্মুক্ত আকাশলীনা সে অনুভূতির সকাল নিয়ে হাঁটতে ইচ্ছে করে , হেঁটে হেঁটে চলে যেতে ইচ্ছে করে আরো অনেক দূর।
"স্রষ্টার ক্ষমা বা দরদের ধারণাটি জগতে চলবার পথের বড় এক পাথেয়।" তুমি বললে। আমার ভাবনার একচ্ছত্র পান্থপথিক।
দিনশেষে আরশী অনেক কথা বলে। বলতে পারে। কেন ফুরিয়ে গেলে, কোথায় ফুরিয়ে গেলে ? এমন অনেক অনুক্ত অনুযোগ।
তাকে সরিয়ে দিলে অনেক আগের ভোরের আকাশের রং দেখা গেলে তাকে তুমি কি বলবে?
প্রশ্নটা এখনো করিনি। মুলতবী প্রশ্ন।