হারাই পুকুর
হারাই দুপুর
হারাই চোখের জল |
হারাই মায়া
সজল ছায়া
হারাই বাদল ঢল |
খুঁজবে তারে
চোখের আড়ে
নিছক অংক কষে
ঘুমিয়ে গেলে
চোখের কোলে
ক্লান্তি স্বপন বশে
তবু হারাই
তবু বাড়াই
তবু অকারণ সুখ
তবু থেকো
সহজ রেখো
মায়ায় বেঁধে বুক ||