রোজ ভোরবেলা লিখতে বসতাম
এতো ভালো লাগে ভোরের সময়টা !
মনে হয় কোথাও দিগন্ত মিশছে সমুদ্রে
কথা ঘুমিয়ে পড়ছে সর্বগ্রাসী জঠর জ্বালায়
তবু ভালো লাগে এখনো ভোরের আলো
বৃষ্টিধোয়া পৃথিবী ,
আর মানুষের জন্য মানুষের ভালোবাসা |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.