মাঝে মাঝে কালশী যেতে ইচ্ছে করে
কেউ নেই , পড়ন্ত  আলো দুটো কবরে ,
পাশাপাশি শায়িত , জীবনের এপার ওপার
খুঁজে যাই অনর্গল , অবিরত সময়ের ভার |

কেউ থেমে নেই ,বসে নেই , নিমিত্তমাত্র কাল  
কচি শিশু বড় হয় , বুড়ো হয় সময়ের মগডাল |
চামড়া কুঁচকে যায়, ভাঁজ পড়ে চোখের কোলে
শান্ত দীঘির ঢিলে সময়ের বুদ্বুদ তরঙ্গ  তোলে |

কোনো বরষা দিনে ভিজে গেলে টি-শার্ট গায়ে  ,
এলে জ্বর, শীত শীত ,লেপ মুড়ি  জড়সড় কায়ে ...
ভুলে যেয়ো নিরন্তর ,ব্যস্ত  প্রাত্যহিক , সময় তোমার
জেনো, এক দমে কালশী যাবো ,ঠিকঠিক সাথেই এবার |