মাঝে মাঝে বিষন্নতা চেপে বসে রোদের ভেতর
পেরিয়ে যায় অলস মুহূর্ত, , পেরোয় বিমর্ষ দুপুর |
শুধু ক্ষয়ে যায়, রয়ে যায় ঝোড়ো হাওয়ায় এক বোধোদয়
নিশ্চিন্ত ঘুমের ভেতর বাস করে প্রচন্ড সে এক প্রলয় |
আলোচনা | ১১১। মাঝে মাঝে বিষন্নতা চেপে বসে রোদের ভেতর-Tamanna Ferdous, নিয়ে আলোচনা | সরদার আরিফ উদ্দিন |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.