জীবনের স্রোতে ভেসে আসা তুচ্ছ দুটি প্রাণের তুচ্ছ কথা
জড়ায়ে, ভালোবেসে , বেনো জলে যায় ভেসে কত শত ব্যথা |
লোলচর্ম সময় , পরস্পরে জড়ায়, নির্ভরতায় , গভীর আস্থায়
হয়তো মৃত্যু কাছেই , তবু তাও সব নয় , জমে থাকে সব সায় |
সায়াহ্ন বেলার রোদ, জীবনের যত ক্ষুদ, ভাঁজে ভাঁজে শাড়ীটার
সময়ের ত্বকে তবু ভালোবাসা, প্রাচীন সুতোয় গাঁথা আলোটার |
'কোনোদিন যদি ভুল বোঝো, ভুল ভাবো , ছেঁড়ো বাঁধন যতনে তোমার
চোখ মুদো একবার , মনেরই কারবার ,পাবে মাথার শিথানেই আমার |'
লোলচর্ম সময় , পরস্পরে জড়ায়, নির্ভরতায় , গভীর চিঠিটায়
হয়তো মৃত্যু কাছেই , তবু তাও সব নয় , জমে থাকে সব সায় |