জমছে আজ, তাই জমছে কাজ, অধম ক্ষমতার নরাধম এক বিপুল দায়
জানা গেলো বাড়ী নেই,সাতক্ষীরাতে চিল্লায়, রূপকের ব্যর্থবোধক সায়।
বলে কেন ডাকাডাকি? রোজ রোজ হররোজ ফাঁকি? কত শাকে কত আঁট?
নাসিমার সীমা তাই , সুপ্ততাপে নিপাতনে সিদ্ধ পাই। বারোমেসে পুঁথিপাঠ।
নাসিমায় ও পাড়ায়, সীমারে চিনে নাই, কভুও -এ মনেত দ্বীনের বিনে
শুধু এই সীমারের কারবালায় , ফজরেতে হানা দেয়, আসুরিক মিনে।
বড়ো কভু হৈই নাই , বড়ো হওয়া ছোট দায় , করতলে নির্মল গুন দান
বিষন্ন আবহ তার , ছোঁয়াচের দায়ভার , অশ্রু গন্ডদেশ,গন্ডগ্রামের মান।
পৃথিবীতে কত নাম, কত ধাম, কত দাম? সব রংচড়া এই পৃথিবীর দোষ?
করে যায় ফোঁসফোঁস , জীবনের যত রোষ , আপামর নির্বিশেষে শব্দকোষ।
আসে তবু আসে নাই, বলে ভালোবাসে নাই , থেকে থেকে তবু বলি , থাক আজ
জানা গেলো বাড়ী নেই, দুধ্ভাত পাতে সই ,ঢাকার নগরীতে পায়নাই কিছু কাজ।
কেন তুমি কাজে নেই? মাকালের কাজেতে দেখি, অগ্রগামী অষ্ট-প্রহরের রণ?
বলি, তবু বলি নাই , জয় মা- কালের দান ধ্যান, হয় প্রায় মা কালীর পাটাতন।
জুলাই ৩ , ২০২২
(কবিতাটি নিছক কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত নয়।)