অতীত স্মৃতি ঝলসে ওঠে একবার নয় , বারংবার
তরবারির ওই অগ্রভাগে অবিরাম বোধ, কথকতার |
লাভ কি বলো আরোপিত বচন লালন , সাধন যোগ ?
হয়তো জাগে , হয়তো কাঁদে , জাগতিক সে অপারগ |
জোড়াতালির সুখ শহরে বাঁচতে থাকি তুমি , আমি সকলে ….
শিশুগুলি বিজ্ঞাপনের , গার্হস্থ্যসুখ উপশমের , ধায় বিফলে |
তেষ্টা পেলে হাত বাড়িয়ে জলের গেলাস খুঁজতে থাকি...খুঁজতে থাকি ..
শান্ত স্বরে যায়নি বলা , কেউ তো নেই সে তেষ্টা মেটায় ! সকল ফাঁকি !
চেয়ে থাকি জ্বরের ঘোরে বিবেকাননন্দ স্বর শুনবো বলে , চেয়ে থাকি আজীবন ….
লালন আমার সুর বুনে যায় , অপার্থিব সে সুর শুনবে? অপেক্ষা আর কতক্ষন ?