একদিন কি সত্যি সত্যি চলে যাবে দূরে ?
সুন্দরতম স্বপ্নের রথে অন্য দিনের ভোরে ?
একান্তে যা আমার ছিল , চাইবো না আর ,
দশের স্বপ্ন আমার হবে, একান্তে বার বার |
অন্যরকম আলোর ভোরে অন্যরকম শুরু ,
আর পাবোনা ভয় যে তখন , বক্ষে দুরু দুরু |
থাকবে না আর শাসন-তোষণ ,কথার অলংকার
যায় না যে বয়ে চলতে পারা, বুকের পরের ভার |
তবুও জানি , তবুও মানি , কোনো এক সত্য ক্ষণে ,
পরশপাথর হয় যে পাওয়া , কুড়ানো সে সত্য মনে |