সবই খুব সহজ লভ্য হয়ে উঠছে আজকাল
অথচ না হয়েও উপায় নেই যে, বলো !
বুকের খরস্রোতা নদীটি যে মৃত প্রায় !
ঘুড়ি উড়ানো বিকেল নিয়ে , বৃষ্টিভেজা
রংধনু খামে আকাশ যে চিঠি পাঠাতো !
সহজ লভ্য সময়ের ভিড়ে তাকে যে হারিয়ে ফেলেছি !
কোথায় হারালো সেইসব সময় এক নিমেষে , বলতে পারো ?