বৃত্তাবদ্ধ সুরের খনি,
আমার রঙের ভেতর জানি,
বৃষ্টিলয়ে একপশলা জীবন আবাহন।
ভুল জেনেছি, তবুও বলা ,
যা আছে তা কুড়িয়ে চলা,
মোহনপুরের সাত রাজারই ধন।
হরিৎ শ্যামল ধানের ক্ষেতে,
বাতাসেতে উঠলো মেতে,
নাকছাবিতে শ্যামলা বরণ মুখটি মেলে তোর।
কোথাও মেলে আলোর চাদর,
মন কেঁদে যায় শ্রাবন ভাদর,
উদ্ভাসিত দূর গাঁয়েরই নকশীকাঁথার ভোর।