কোনদিন কোন এক স্বপ্ন এসে কি বলবে ?
কেন আমাকে ভুলে গিয়ে ভোল না ?
আমি যে ক্ষয়ে ক্ষয়ে বেঁচে থাকি অবিরত !
ইডিপাসের দৃষ্টিনাশী রক্তপাতের যাতনা !
কোনদিন কোন এক স্বপ্ন এসে কি বলবে ?
কতকাল দহে যাবে এ জীবন আগুনে আর ?
নিভিয়ে ফেলো , ফুরিয়ে যাক অগ্ন্যুৎসবের শেষ চিহ্ন
প্রমিথিউসের দোষক্ষালন , নির্বিরোধী ধর্মাচার !