কোনো এক দিন স্নিগ্ধতা
ফিরে এসে ঠিক বলবে
জীবন তোমার চুলের গন্ধে
এখনো আটকে আছে ...
অথবা...
গাছটার পাতা মরমর হয়েছে ,
পানি দাওনি ঠিকমত ?
খুব স্বাভাবিক,
খুব আচমকা পাওয়া ,
যেন কোথাও কিছু ঘটেনি |