কোনো এক দিন স্নিগ্ধতা
ফিরে এসে ঠিক বলবে
জীবন তোমার চুলের গন্ধে
এখনো আটকে আছে ...
অথবা...
গাছটার পাতা মরমর হয়েছে ,
পানি দাওনি ঠিকমত ?
খুব স্বাভাবিক,
খুব আচমকা পাওয়া ,
যেন কোথাও কিছু ঘটেনি |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.