তাঁর অসুস্থতা তাঁকে ক্রমাগত গ্রাস করে নিচ্ছিলো তমসায়
তাঁর কলম আড়ষ্ঠ হয়ে যাচ্ছিলো,
কোনো এক আর্থিক নিশ্চয়তার ফুলেফেঁপে ওঠা সম্ভাবনায়
সেখানটাতে তিনি ছিলেন, নিশ্চিতভাবেই
তাঁর পরিবার, সন্তান আর ভবিষ্যতের নিরাপত্তার ভাবনায়
তারপরও তাঁর গল্প নয় সেটি , অমোঘভাবেই |
ঘুম ভেঙে গেলে পর ...
দেখি রোদের ফালি ছুঁয়ে আছে শিশুমুখের কোমলতা
ঘুমের মধ্যে সেই কোমলতাকে আঙুল দিয়ে ছুঁয়ে দিলে
সে ফিরিয়ে দেয় আধোঘুমে আশ্চর্য সুন্দর এক হাসি
আমি সেই একমুহূর্তে অনাবিল আনন্দে প্রবেশ করি নিশ্চিন্তে
আর ...
তাঁর জন্য সেখানে থাকে নির্ভেজাল এক রোদেলা দিনের শুভেচছা |
কখনো কখনো দুষ্মন্তেরও যে প্রয়োজন হয় শকুন্তলাকে !