পানসে একটা দিন শেষে একটা কবিতা এলো, আমি যে চিনি তাকে !

১.
মুঠোর ভেতর আকাশ উপুড়,
সজল আকাশ মেঘ মেদুরে
অনেক পুরোন শাড়ীর ভাঁজে ,
খাঁজ রোদ্দুর চুমকি জুড়ে |
শব্দ জোড়া রোদের খেলা,
সুর- আঙিনায় শব্দ তোলা
সুতোর ভোরে ,সুঁইয়ের ফোঁড়ে ,
সূর্য দোলে আপনভোলা  |

অঢেল রঙের নকশী বুনন,
ফোটায় সুতোর  মুন্সীয়ানা,
চমকপ্রদ ,  
নকশী পাড়ে একটি  শালিক
চমকে ওঠে, নিভৃতচারী  
আলাপ যত |

২ .
আসছে বারে তোমায় নেবো,
কেবলই সে আয়েশ করে
বলতে থাকে, বলতে থাকে...
রকমারী আলসে সেসব  বাড়তি গুজব |

সঘন বুটির জমকালো সাজ,
সদ্যচেনা , ময়ূরকন্ঠী শাড়ির ভাঁজে ,
খেলতে থাকে ,খেলতে থাকে...
রংবেরঙের সুতোর  খাঁজে, অভিনব ||