কবি : এখন কেন?
কেন আজ সময় হলো ,
যখন সবকিছু শেষ হয়ে যাবার সময় ?
মোমের মতো পুড়ে ছাই হয়ে নিভু নিভু জীবন আমার ,
এখন এ কথা বলবার সময় হলো তোমার ?
কবিতা : তুমিই আমায় গড়েছ |
আমি তোমারই কল্পনার জল রঙের মিশেলে তৈরী |
কবি : তুমি আমার ভুল কল্পনার ফসল ,
আমার না পাবার আর্তনাদ |
তুমি আমায় মুক্তি দেবে?
আমি ভুলতে চাই সবকিছু,
তুমি আর আমায় ডেকো না !
কবিতা : তুমি যদি মুখ ফিরিয়ে নাও,
তবে আমার মৃত্যু ঘটবে নির্ঘাত ,
তাই কি তুমি চাও ?
কবি : সে আমি জানিনা,
আমি শুধু টের পাই
আমি ক্ষয়ে চলেছি অবিরাম, অবিরত !
যে নিজে ক্ষয়িষ্ণু জীবনের ভারে ভারাক্রান্ত,
সে সৃষ্টি করবে কিভাবে ?
কবিতা : তুমি যে ভালোবাসো কবি !
সকল ভয়, কষ্ট, দুঃখ ভুলে গিয়ে
তুমি ভালোবাসো কবিতায় |
ক্ষ্যাপা জীবনের সকল বেদনার
ওপার থেকে তুমি সৃষ্টি করো তোমার কবিতাকে |
পারবে না ?
কবি : সে আমি জানিনা |
আমি ভয়ংকর ক্লান্ত আর অবসন্ন |
আমি ঘুমোতে চাই |
গাঢ় অন্ধকারে আচ্ছন্ন হয় পৃথিবী |
শুধু বেঁচে থাকে আশা , নতুন ভোরের প্রত্যাশা ,
কবি ও কবিতার জীবনে |