ছেলেটি স্বপ্ন দেখতে ভালোবাসতো
আমি ছেলেটির স্বপ্ন দেখতে ইদানীং ভয় পাই
জীবন অনেক জটিল, হলিউড , বলিউডও ফেল
পেঁচানো কাটা ঘুড়ির গল্প খালি গোত্তা খায়...খেতেই থাকে...
তবু সে আসে .. উদোম গায়ে , শৈশব নিয়ে
আর খিলখিলিয়ে হাসতে থাকে তার সাথে কিছু আবেগের ঘনত্ব
যা আর নেই, যা আর থাকেনা , যা ফুরিয়ে আসে নিয়ত
মোমের নিভুনিভু আলো তবু তাপ ছড়ায় , উত্তাপ বা সন্তাপের |