চায়ের কাপে চামচের টুংটাং ,
স্কুলব্যাগ , সকালবেলার ব্যস্ততা ...
তারপর আবার নিঃশব্দ কিছু ক্ষন , নীরব অবসর |
সুনীল আকাশে স্বচ্ছ , সাদা মেঘেরা ভেসে যায়,ভেসে যায় ....
গার্হস্থ্য জীবনের সমান্তরালেও চলে সূক্ষ্ম সুঁচের ফোঁড়, নিরন্তর ,
ছেঁড়া শার্ট, নিয়মিত সহজভাবেই খসে যাওয়া ছেঁড়া বোতাম ....
ঘর ময় দস্যিপনার চিহ্ন গুলি অপেক্ষার প্রহর গুনতে থাকে সাগ্রহে ,
হাঁটা পথে স্কুল থেকে ফেরার সেই অমোঘ মুহূর্তের |
বড়ো হতে হতেও যে বড়ো হতে পারলোনা কোনোদিন
সেই অস্থির , চঞ্চল , প্রবল প্রতাপ শিশুমুখটির জন্য ...
সুনীল আকাশে স্বচ্ছ , সাদা মেঘেরা ভেসে যায়,ভেসে যায় ....
খসে পড়া বোতাম, ছেঁড়া টি শার্টের স্তূপের ভেতর ,
তারই হাসি শোনা যায় , নিশ্চিন্ত, নির্ভার এবং আপোষহীন |