গর্বে তুমি তোমার মতন তোমার বারোমাস
পিষবে তুমি পিঁপড়ে পায়ে , দেখবে সর্বনাশ |
বলবে তুমি শ্রেষ্ঠ যুক্তি সেটাই যেটা তোমায় মানায়
দরকার নেই অন্য যেসব খোঁড়া যুক্তি , বাজে শোনায় |
এই আমি তার শ্রেষ্ঠ কদর, নির্বাক চোখ
ঘষামাজা আর কত টুক ? কতদূর শোক ?
তোমার সানাই আমার মরণ, বিবিধ তার ব্যাখ্যা
মরিনি কেন? বাঁচবো বলে , বাঁচারই সে অপেক্ষা |