আমার বাড়ির উঠোনে চাঁদের আলোতে গাছদের দীর্ঘ ছায়া
খেলা করে অবিরত, আদিমতম আকাশের নীচে দাঁড়িয়ে
কেবলই মনে হয়, ছোঁয়া যায় কি ফেলে আসা প্রত্যাশার
স্বপ্নগুলোকে আবার নতুন করে, আবার প্রয়াসে নিরুচ্চার?

তোমায় লেখা  চিঠির অক্ষরের সাথে ঝুম বৃষ্টি নামে  সে উঠোনে
হাত ধরে নাচে শৈশবের অনুরণন , সারাটা উঠোন জুড়ে,সারাবেলা
পলকা জীবনের সুতো, উড়ে যায় আলোকময় জীবনের ঝুলবারান্দায়
দিয়ে যায়, নিয়ে যায়, ক্ষনিকের অনুভূতি, প্রত্যয়ে, আশ্বাসে অনিবার।