ঘুমোতে যাবার আগে খন্ড মৃত্যুর কথা মনে হয় ,
প্রতিটি নিদ্রাই এক ধরণের খন্ড মৃত্যু
লিস্টে থাকা অসমাপ্ত কাজের কথাও মনে হয়
কে জানে আর , সে কাজের মূল্য মান আগামীকাল কত..
মানুষ বড়ই আবেগ প্রবণ
ভোরবেলা আমার পিতামহী যেদিন মারা যান
আমি আমার পিতার চোখে অশ্রু দেখেছি |
আমার পিতামহী নিদ্রা থেকে আর কখনো জাগেন নি |
জীবন শুধু বিচ্ছেদেরই নয়, আনন্দেরও
তবু প্রতিটি নিদ্রাই একধরনের খন্ড মৃত্যু
লিস্টে থাকা অসমাপ্ত কাজের কথাও মনে হয়
কে জানে আর , সে কাজের মূল্য মান আগামীকাল কত..